Home সারাদেশ দর্শনা পৌরসভা নির্বাচনে বিএনপির ভোট বর্জন

দর্শনা পৌরসভা নির্বাচনে বিএনপির ভোট বর্জন

by Newsroom

কেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ারসহ বিভিন্ন অভিযোগ এনে দর্শনা পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান বুলেট ভোট বর্জন করেছেন। ভোট শুরুর সাড়ে ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ ঘোষণা দেন।

গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে তিনি বলেন, প্রচারণার শুরু থেকেই নানাভাবে বাঁধা হয়রানি ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী সর্মথকরা। বাঁধা ও হুমকি-ধামকি উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি।

কিন্তু ভোট শুরুর পর থেকেই সবকয়টি কেন্দ্রের পোলিং এজেন্টদের মারধর করে জোরপূর্বক বের করে দেয়া হয়। নৌকার সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা করে এবং প্রাণহানির হুমকি দেয়। তাই বাধ্য হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে এ ভোটগ্রহণের উপর অনান্থা এনে সরে দাঁড়ালাম।

দর্শনা পৌরসভা নির্বাচনের নয়টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ৫২০ জন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like