বিএনপি টিকা নেবে না এটা কখনো বলেনি বরং বিএনপি টিকা নিয়ে সরকারের দুর্নীতি নিয়ে কথা বলেছে এমন কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যার যখন সময় হবে তখন টিকা নেবে। আর এটা তো কেউ দান করতেছে না। রাষ্ট্রের দায়িত্ব জনগণকে সার্ভিস দেয়া। এটা একটা প্রসেসিং।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার কারণে সিঙ্গাপুরে অবস্থান করায় নজরুল ইসলাম খান এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, স্থায়ী কমিটির সভায় এনএসআইয়ের পক্ষ থেকে বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য যে ফরম পুরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক অসত উদ্দেশ্য পূরণের প্রয়াস বলে চিহ্নিত করে ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থী এমন ততপরতা বন্ধ করার দাবি জানানো হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক দলের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থী উল্লেখ করে এই ধরনের উদ্যোগ বন্ধের দাবিও জানিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, স্থায়ী কমিটির সভায় আল-জাজিরা টেলিভিশনের দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত রিপোর্ট সম্পর্কে জনমনে উত্থাপিত অনিবার্য উৎকণ্ঠা অবসানের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রকাশের যে দাবি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু এখনো না জানানোর নিন্দা জানিয়ে শিগগিরই দলের পক্ষ থেকে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সংবাদ ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
এ সময় স্থায়ী কমিটি থেকে আগামী ১১ ফেব্রুয়ারি দেশের সকল মহানগর ও জেলা পর্যায়র প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি।
ভয়েস টিভি/এএস