Home রাজনীতি ফেনীতে প্রার্থী খুঁজে পায়নি বিএনপি

ফেনীতে প্রার্থী খুঁজে পায়নি বিএনপি

by Newsroom
খালেদা জিয়ার

ফেনীর দাগনভুঞা পৌর নির্বাচনে কোনো ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী দিতে পারেনি বিএনপি । আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করলেও বিএনপিতে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এতে দলটির নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, দাগনভুঞা ও সোনাগাজী মিলে ফেনী-৩ সংসদীয় আসন। সে হিসেবে দাগনভুঞা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অনেকে বিএনপির ঘাঁটি হিসেবে অভিহিত করে এ উপজেলাকে। নির্বাচনে প্রার্থী না থাকায় দলটির নেতাকর্মী ও ভোটারদের মনে সংশয় সৃষ্টি করেছে।

কিন্তু নামপ্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী জানান, দাগনভুঞা বিএনপিকে একটি শিল্পপতি পরিবার নিয়ন্ত্রণ করে। বিএনপির যেকোনো কমিটিতে তারা হস্তক্ষেপ করে। এর কারণে যোগ্য নেতৃত্ব তৈরি হচ্ছে না। তারা মনে করেন ওদের পছন্দের লোকদের কমিটিতে সুযোগ দেয়ায় খেসারত দিচ্ছে দল।

দাগনভুঞার রাজপথে কেন্দ্র ঘোষিত কোনো মিছিল মিটিং বিগত ১২ বছরে দেখা যায়নি। এমনকি পৌর শহরেও কোনো প্রোগ্রাম হয় না। এজন্যে যোগ্য নেতৃত্ব বাছাই করলে সার্বিকভাবে দল উপকৃত হবে বলে তারা মনে করেন।

এ প্রসঙ্গে দাগনভুঞা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন হায়দার লিটন জানান, পৌর নির্বাচন নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা করা হয়নি। দলীয় মিটিং না করার খোসারত দিচ্ছে দল। যদি পৌর এলাকার সব ইউনিটের সভাপতি-সম্পাদকসহ অন্যান্যদের ডেকে প্রার্থী ঠিক করতো তাহলে দলের অনেকেই কাউন্সিলর প্রার্থী হতো।

অন্যদিকে দাগনভুঞা পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবু জানান, এখানে স্থানীয় নেতৃত্বের চরম অভাব রয়েছে। এক কেন্দ্রীক নেতৃত্ব চলার কারণে সামনে দলকে আরও কঠিন খেসারত দিতে হতে পারে। তিনি অবিলম্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে এক কেন্দ্রীক নেতা নির্বাচন পরিহার করে দলের স্বার্থে যোগ্য নেতৃত্ব বাছাই করার অনুরোধ জানান।

এই বিষয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সেক্রেটারী কাজী সাইফুর রহমান স্বপন বলেন, অনেকে নানা অযুহাত দিয়ে প্রার্থী হতে চাননি। যারা এ দুঃসময়ে প্রার্থী হননি সু-সময়ে তাদেরকে আর দলের প্রয়োজন নাই।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনীতে বৈঠক করে সবার সঙ্গে কথা বলে মেয়র ঠিক করা হয়েছে। তবে আওয়ামী লীগ আতঙ্কে অনেকে কাউন্সিলর প্রার্থী হননি।

আরও পড়ুন : চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ : জয়

ভয়েস টিভি/এমএইচ

You may also like