Home রাজনীতি ৪৩ বছরে পা রাখলো বিএনপি

৪৩ বছরে পা রাখলো বিএনপি

by Newsroom
খালেদা জিয়ার

ঢাকা: আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার। ৪৩ বছরে পা রাখলো বিএনপি। ১৯৭৮ সালের এই দিনে সামরিক শাসক জিয়াউর রহমানের হাত ধরে দলটির জন্ম। দেশের ইতিহাসে তিন বার সংসদে কর্তৃত্ব করলেও টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার বাইরে দলটি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের বিএনপির অন্যান্য সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেলা ১১টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে, বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর শাখার নেতা-কর্মীরা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া বিকাল ৩টায় দলটি এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করবে।

অন্যদিকে সারাদেশে বিএনপির অংগসংগঠন এবং তাদের সব শাখা আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।

দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বার্তায় দলের নেতা-কর্মী, অনুসারী ও সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘ ৪২ বছরে সংঘাত-বিক্ষোভ, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। কিন্তু ২০০৬ সালের পর থেকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। এর মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপি। তবে তিনি কারাগারে থাকা অবস্থা সবশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেয় বিএনপি এবং ছয়টি আসনে জয় লাভ করে।

১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমান প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা ‘জাগদল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই বছরের ১ মে সমমনা দল ও রাজনৈতিক নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। ১৯৭৮ সালের ২৮ আগস্ট ‘জাগদল’ বিলুপ্তির ঘোষণা দেন। তিন দিন পর ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান নতুন দল হিসেবে বিএনপির গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিষ্ঠার ছয় মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে সেনাবাহিনীর একটি গ্রুপের হামলায় নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

এরপর দলের হাল ধরেন তার পত্নী খালেদা জিয়া। ১৯৯১ ও ২০০১ সালে ক্ষমতায় এসে ১০ বছর দেশ চালায় বিএনপি। ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়।

ভয়েস টিভি/টিআর

You may also like