Home সারাদেশ বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

by Mesbah Mukul

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ২২ ডিসেম্বর রাত ২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম উপজেলার আজমতপুর ঢুলিপাড়া গ্রামের দুঃখু আলীর ছেলে।

ইব্রাহিমের চাচাত ভাই শরিফুল ইসলাম জানান, আমাদের না জানিয়ে গত রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে আমরা বিজিবি সূত্রে জানতে পারি বিএসএফের গুলিতে সে মারা গেছে। তবে লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, গুলির ঘটনা রাত ২টার দিকে হয়েছে। সকালে নিহতের পরিবারের সদস্য ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে বিএসএফ গুলিতে মৃত্যুর বিষয়টি স্বীকার করে।

বিএসএফ জানায়, পেটে গুলি লাগার পর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। বুধবার দুপুর ২টায় লাশ দেওয়ার কথা জানিয়েছে বিএসএফ।

স্থনীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা বলেন, বিষয়টি জেনেছি। বিএসএফের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন : বন্যায় ক্ষতিগ্রস্ত শাহবাজপুর পর্যটন কেন্দ্র

ভয়েসটিভি/এমএম

You may also like