Home সারাদেশ শিংনগর সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশির মৃত্যু

শিংনগর সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশির মৃত্যু

by Newsroom
বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে সুমন আলী(২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খুররুম।

চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সুমন আলীসহ আরও কয়েকজনের একটি দল রোববার সন্ধ্যার দিকে শিংনগর সীমান্তের ১৭৯ আর্ন্তজাতিক সীমানা পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের প্রবেশ করে। এ সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে মারা যান। পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ আলী জানান, স্থানীয়ভাবে তিনি এ ঘটনা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like