শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস আবারও বন্ধ হয়ে গেছে। ১৫ সেপ্টেম্বর ২৮ কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন চ্যানেলে চালু হওয়ার পর গত দুইদিনে ওই চ্যানেল দিয়ে একটি করে ফেরি চলাচল করে। কিন্তু ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিকল্প এ পথও বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিসি বলেছে, পালের চর চ্যানেল দীর্ঘ পথে স্রোত বেড়েছে, এই পথে ফেরি চলাচল সম্ভব নয়। আর ফেরির সহজ চ্যানেলে এখনও ড্রেজিং সম্পন্ন হয়নি। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফেরি বন্ধ হওয়ায় দুর্ভোগ পড়েছেন হাজার হাজার মানুষ। গাদাগাদি করেই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ।
এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটের বিকল্প রাস্তা হিসেবে পাটুরিয়া ঘাট ব্যবহার হচ্ছিল। নাব্যতা সংকটে পাটুরিয়ার ৫নং ঘাট বন্ধ হয়ে যাওয়ায় এ ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছেন হাজারো যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা।
১৭ সেপ্টেম্বর ঘাট কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন পদ্মা-যমুনায় পানি কমায় নতুন করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ৫নং ঘাট এলাকায় দেখা দিয়েছে নাব্য সংকট। এছাড়াও একই কারণে ৩নং ঘাটের আপ পকেট অর্থাৎ ১নং মুখও বন্ধ রয়েছে। ফলে পাটুরিয়া ঘাটের ১২টি মুখের মধ্যে ৪টি বন্ধ থাকায় দেখা দিয়েছে ঘাট সংকট।
ভয়েস টিভি/এসএফ