Home বিশ্ব অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান সু চির

অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান সু চির

by Shohag Ferdaus

মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি পার্টি জানিয়েছে, তাদের নেতা অং সান সু চি জনগণকে এই সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি।

১ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে বলা হয়, ‘সামরিক বাহিনীর এই পদক্ষেপ দেশকে আবারো স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেয়ার পদক্ষেপ।’

বিবৃতিতে এনএলডি নেতা অং সান সু চির নাম উল্লেখ করে বলা হয়, ‘আমি জনগণকে এটি মেনে না নেয়ার আহ্বান জানাচ্ছি। তাদের প্রতিক্রিয়া জানাতে এবং আন্তরিকভাবে এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি।’

এদিকে সু চির পক্ষে জাপানে বিক্ষোভ হয়েছে। এছাড়া সামরিক অভ্যুত্থানের সমালোচনা করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব নেতারা।

ভয়েস টিভি/এসএফ

You may also like