Home সারাদেশ বিচার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

বিচার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

by Newsroom

ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের আইনজীবীর উপর হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কোর্ট বর্জন করে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা আইনজীবী সমিতি জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনায় কোর্টের কর্মচারি এক আইনজীবীর উপড় চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক নাজির দবিরুল ইসলাম ও তার নেতৃত্বে কয়েকজন ওই আইনজীবীর উপড় হামলা চালায়। এ ঘটনার পর আইনজীবীরা কোর্ট বর্জন করে।

বিক্ষোভ মিছিল শেষে জেলা জজ বরাবর এ ঘটনার বিচার দাবি করে একটি লিখিত অভিযোগ প্রদান করে জেলা আইনজীবী সমিতি।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনতাজুল ইসলাম জানান, সাবেক নাজির দবিরুলের বিরুদ্ধে দূর্নীতিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে আইনজীবী সমিতি অবস্থান নেয়। পরে জেলা জজ মামুনুর রশিদ তাকে ওই পদ থেকে সরিয়ে নকল বিভাগে দায়িত্ব দেন। এ কারণে পরিকল্পিতভাবে আজ আইনজীবীদের উপড় লোকজনদের দিয়ে হামলা চালায় দবিরুল। আমরা বিচার দাবি করে লিখিত অভিযোগ দিয়েছি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like