বৈরি আবহাওয়ায় সাগর ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের সকল প্রকার নৌ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এতে এ দ্বীপ উপজেলাটির সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েকদিনে ধরে বৃষ্টির কারণে হাতিয়া উপকূলবর্তী নদী ও সাগর উত্তাল রয়েছে। এর আগে মৌখিক নির্দেশনার পরও ঝুঁকি নিয়ে নৌ-যান চলাচল করছিলো।
তাই ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে প্রশাসনিক নির্দেশ দেয়া হয়েছে। সকল নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
হাতিয়ার সঙ্গে জেলার মূল ভূ-খণ্ডের যোগাযোগের মাধ্যম সি-ট্রাকসহ সকল যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। হাতিয়ার নিঝুম দ্বীপসহ বিচ্ছিন্ন চরাঞ্চলে সিগন্যাল পতাকা উত্তোলন ছাড়াও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, বৈরি আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সকল ইউপি চেয়ারম্যানকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ভয়েস টিভি/এসএফ