Home সারাদেশ ঝড়-বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

ঝড়-বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

by Shohag Ferdaus
বিজিবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির আঙ্গিনায় খড়ের গাদা তৈরি করার সময় হঠাৎ বজ্রপাতে আলমগীর হোসেন (২৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

২৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বিজিবি সদস্য আলমগীর হোসেন বাড়লা গ্রামের ইছাক মিয়ার ছেলে। তিনি খাগড়াছড়ি ২৩ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার স্ত্রী এবং ৩ বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।

দুপুরে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও বাড়লা গ্রামের বাসিন্দা সালেহা আক্তার জানান, গত দুদিন আগে ছুটিতে বাড়ি আসে আলমগীর হোসেন। ঘটনার সময় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সে তার ভাইকে সাথে নিয়ে বাড়ির আঙ্গিনায় খড়ের গাদা তৈরি করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হয় বিজিবি সদস্য আলমগীর। পরে আহত আলমগীরকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like