Home পশ্চিমবঙ্গ বিজেপি বাংলা জানে না : মমতা

বিজেপি বাংলা জানে না : মমতা

by Newsroom
বিজেপি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি (ভারতীয় জনতা পার্টি) বাংলা বলতেই পারে না। বলে ‘সুনার বাংলা’। এরা সোনার বাংলা গড়বে? বাংলার সংস্কৃতিই জানে না।’

২৬ মার্চ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে তৃতীয় জনসভায় তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজারের।

এর আগে দাসপুর এবং চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে সভা করেন। এই তিনটি কেন্দ্রেই আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। পশ্চিম মেদিনীপুরের ১৫টি বিধানসভা কেন্দ্রের এই তিনটিসহ ৯টিতে ভোট হবে দ্বিতীয় দফায়

সভায় মমতা বলেন, বাইরে থেকে ওরা গুণ্ডা আনছে। ৩০ জন গুণ্ডা ধরা পড়েছে। আমিও হিন্দু বাড়ির মেয়ে। তবে আমার কাজ হিন্দুদেরও রক্ষা করা, মুসলিমদেরও রক্ষা করা, খ্রিষ্টানদেরও রক্ষা করা, আদিবাসী-বাগদি-বাউরিদেরও রক্ষা করা। এটাই আমার শিক্ষা।

তিনি বলেন, মোদী নিজের নামে স্টেডিয়াম বানিয়েছে। সব বিক্রি করে দিচ্ছে। কোনোদিন দেশটাকেও বেচে দিয়ে নিজের (মোদী) নামে করে দেবে ।

বেশি কিছু করলে ঠাস ঠাস করে থাপ্পড় দেবেন। আমি ভুল করলে আমাকে দু’টো দেবেন। ওদের (বিজেপি) চারটে দেবেন বলেও উল্লেখ করেন মমতা।

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, মাতৃবন্দনা নামে একটি প্রকল্প আনা হচ্ছে। এই প্রকল্পে ১০ লক্ষ মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীতে নিয়ে আসব। ন্যূনতম সুদে তাদের ঋণ দেয়ার ব্যবস্থা করব। যাতে তারা নিজেদের মতো ব্যবসা করতে পারে।

আরও পড়ুন : জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে মিঠুন চক্রবর্তী

ভয়েস টিভি/এমএইচ

You may also like