Home শিক্ষাঙ্গন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক

by Shohag Ferdaus
নোবিপ্রবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৮ জন শিক্ষক। তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের ২০২০-২১ অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকাও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।

অনুদানপ্রাপ্ত নোবিপ্রবির শিক্ষকদের মধ্যে রয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যামল কুমার পাল ও সহকারী অধ্যাপক প্রিয়াংকা রাণী মজুমদার, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন ও প্রভাষক মোহাম্মদ তৌহিদুল আমিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল ও প্রভাষক ড. পিযুজ কান্তি, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী অধ্যাপক শুভ ভৌমিক।

আরও রয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. সহিদ সারওয়ার ও সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন মিল্লাত, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবোধ কুমার সরকার ও সহকারী অধ্যাপক রিয়াজ মোর্শেদ, ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিক ও প্রভাষক মাহফুজুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান ও সহকারী অধ্যাপক শাহরিয়ার মো.আরিফুর রহমান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আশরাফুল আলম ও প্রভাষক সাদিয়া আফরোজ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দিয়ে আসছে সরকার। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান দেয়া হয়।

আরও পড়ুন: মহানবীকে কটূক্তি করায় নোবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার

ভয়েস টিভি/এসএফ

You may also like