Home বিশ্ব হোয়াইট হাউস বিজয়ের দ্বারপ্রান্তে বাইডেন

হোয়াইট হাউস বিজয়ের দ্বারপ্রান্তে বাইডেন

by Newsroom
জো বাইডেন

* সর্বশেষ আপডেট : বাইডেন ২৬৪-২১৪ ট্রাম্প
* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে
* অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন আইনি লড়াইয়ের পথে। সেক্ষেত্রে চূড়ান্ত ফল পেতে অপেক্ষা আরও বাড়বে।
* উইসকনসিনের পর মিশিগানে জিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন চূড়ান্ত জয়ের পথে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। তিনি বলেছেন, তিনি জয়ী হচ্ছেন, এটা ‘স্পষ্ট’।
*সবার নজর এখন পেনসিলভেইনিয়া, অ্যানিজোনা আর জর্জিয়ার দিকে। ভোট গণনা এখনও চলছে বলে জয়-পরাজয় নিশ্চিত হতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও।
* করোনাভাইরাস মহামারীর মধ্যে এই নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। এক শতকের বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টাল ব্যালট গোণা শেষ হতে সময় লাগছে বেশি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউস বিজয়ের দ্বারপ্রান্তে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে লড়াই চলছে বাইডেন-ট্রাম্পের। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি। সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেক্টোরাল দূরে আছেন বাইডেন।

এখন পর্যন্ত ঝুলে আছে পাঁচটি অঙ্গরাজ্যের ফল। এসব রাজ্যের ৮৭টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ছয়টি পেলেই ট্রাম্পকে হটিয়ে ক্ষমতায় বসবেন ৭৭ বছর বয়সী বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে বাইডেন যখন ২৫৩ ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন, তখন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র সাংবাদিক জন কিং এক বিশ্লেষণে বলেন, ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন যদি নেভাদা ও অ্যারিজোনায় জেতেন তাহলেই তিনি প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে ফেলবেন। ওই সময়ে বাইডেন দুটি রাজ্যেই এগিয়ে ছিলেন। এরইমধ্যে অ্যারিজোনায় (১১ ইলেক্টোরাল ভোট) জয় নিশ্চিত করে ফেলেন তিনি। গতবার রাজ্যটিতে জয় পেয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

জন কিং তার বিশ্লেষণে বলেন, নেভাদা ও অ্যারিজোনায় বাইডেনের এগিয়ে থাকা জয়ে পরিণত করে ফেলতে পারলে হওয়ার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ায় জয় না পেলেও ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে ফেলবেন। ফক্স নিউজ ও সিএনএন’র আভাস অনুযায়ী মিশিগান ও অ্যারিজোনায় জয় পাওয়ার পর বাইডেনের মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪টিতে। ফলে নেভাদায় জয় পেলে সেখানকার জন্য বরাদ্দ থাকা ছয়টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রেসিডেন্ট হওয়ার ম্যাজিক ফিগার ছুয়ে ফেলবেন বাইডেন।

নেভাদায় বর্তমানে মাত্র দশমিক ছয় শতাংশ ভোটে এগিয়ে আছেন বাইডেন। সেখানে এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। তুমুল লড়াই হওয়া এই রাজ্যটির জয়-পরাজয়ের ওপর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার অনেকখানি নির্ভর করছে।

আরও পড়ুন- ট্রাম্প-বাইডেন দুজনেরই জয় দাবি

এছাড়া এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফলাফল পাওয়া যায়নি সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেক্টোরাল ভোট, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি এবং পেনসিলভানিয়ায় ২০টি। নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর এগুলোর সবগুলোতেও যদি ট্রাম্প জেতেন তাহলেও তার ইলেক্টোরাল ভোট দাঁড়াবে ২৬৮টিতে। ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না তিনি।

তবে বাইডেন এগিয়ে থাকার সময়ই নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। এরইমধ্যে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ার গণনায় আপত্তি তুলে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে ট্রাম্প শিবির।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like