Home সারাদেশ জয়পুরহাটে বিট পুলিশিং সমাবেশ

জয়পুরহাটে বিট পুলিশিং সমাবেশ

by Newsroom

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ রোধে জয়পুরহাটে জনসচেতনতামূলক সমাবেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি রোববার বেলা ১১টায় জেলা সদরের নতুনহাট চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম (অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামসুল আলম সুমন প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই বিট পুলিশিং কার্যক্রম চুরি, ছিনতাই, মাদক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ, সব ধরনের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিংয়ের বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ, অফিস, সামাজিক বিবাদ নিষ্পত্তিতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যরা একযোগে কাজ করে যাবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like