Home সারাদেশ কুড়িগ্রামের তিন উপজেলায় কম্বল বিতরণ

কুড়িগ্রামের তিন উপজেলায় কম্বল বিতরণ

by Newsroom
বিতরণ

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। এতে চরম দুর্ভোগে এতিম, ছিন্নমূল, ভাসমান, অসহায় ও হতদরিদ্র শীতার্তরা। তাদের কষ্ট লাঘবে সদরসহ তিন উপজেলায় পৃথকভাবে কম্বল বিতরণ করা হয়েছে।

২২ ‍ডিসেম্বর সোমবার রাতে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি এলাকায় কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নিলুফা ইয়াছমিন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। এই শীতে ছিন্নমূল অসহায় মানুষেরা খুবই কষ্ট করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল প্রদান করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে কালের কণ্ঠ শুভসংঘের কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সদরের ধরলার চর সারডোবে ২৫০জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমেরিকা প্রবাসী মুসলিমদের আর্থিক সহায়তায় এগুলো দেয়া করা হয়।

এছাড়া রাতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উদ্যোগে উলিপুরে মাদ্রসার এতিম শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাদেকুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা ও সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মিল্টন প্রমুখ।

আরও পড়ুন : চরম দুর্ভোগে জামালপুরের মানুষ

ভয়েস টিভি/এমএইচ

You may also like