Home সারাদেশ পাবনায় মহিলা সমিতিগুলোর মাঝে চেক বিতরণ

পাবনায় মহিলা সমিতিগুলোর মাঝে চেক বিতরণ

by Newsroom
বিতরণ

পাবনায় মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের পিসিসিএস হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন গোলাম ফারুক প্রিন্স এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন ও নারীর অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। নারীরা যাতে পিছিয়ে না থাকে সেজন্যে কাজ করছে শেখ হাসিনা সরকার।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদফতর পাবনার উপ পরিচালক কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার পাবনার চেয়ারম্যান শামিমা শিরিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য অ্যাড. কানিজ ফাতেমা পুতুল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি প্রমূখ।

অনুষ্ঠানে ১১৪ জনের মাঝে ৩৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

আরও পড়ুন : চাঁদপুর সদর ইউএনও কানিজ ফাতেমার জন্মদিন

ভয়েস টিভি/এমএইচ

You may also like