Home জাতীয় বিতর্কিত সেই রকি বড়ুয়া গ্রেফতার

বিতর্কিত সেই রকি বড়ুয়া গ্রেফতার

by Newsroom

ভয়েস রিপোর্ট: বিদেশী পিস্তল রক্ষিতাসহ দেলোয়ার হোসেন সাঈদীর পুত্রের সঙ্গে বৈঠক করা বিতর্কিত সেই রকি বড়ুয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-মঙ্গলবার সেহেরির সময় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন একটি বাড়ি থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করেছেএসময় রকি বড়ুয়ার আরও চার সহযোগীকে গ্রেফতার করা হয়উদ্ধার করা হয় বাংলাদেশ ভারতের রাজনৈতিক নেতা, মন্ত্রী-এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার অসংখ্য ছবি, তাদের সিল, প্যাড এবং সাঈদীপুত্র মাসুদ সাঈদী, তারেক মনোয়ার ছাড়াও হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীর সাথে রুদ্ধদ্বার বৈঠকের ছবি

র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে একটি তিনতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে রকি বড়ুয়াএতে তার দুটি পা-ভেঙে যায়গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেমঙ্গলবার দুপুর পৌনে ১টায় রিপোর্ট লেখার সময় তার পায়ে অস্ত্রোপচার চলছিল

You may also like