Home প্রবাসী বিদায়ী রাষ্ট্রদূতের সাথে ব্রান্ডিং বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ

বিদায়ী রাষ্ট্রদূতের সাথে ব্রান্ডিং বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ

by Newsroom

কাতার: বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা ও ব্রান্ডিং বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা ও ব্রান্ডিং বাংলাদেশ এর পক্ষ থেকে রাষ্ট্রদূতকে একটি পাটের ডায়েরি উপহার দেয়া হয়।

২৭ আগস্ট বৃহস্প্রতিবার বিষয়টি ভয়েস টিভিকে নিশ্চিত করেছেন ব্রান্ডিং বাংলাদেশের প্রধান শামস শাহিন।

ভয়েস টিভিকে তিনি জানান, ২৬ আগস্ট বুধবার কাতারের রাষ্ট্রদূতের বিদায়ী দিন থাকায় সম্প্রতি তারা আসুদ আহম্মেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তখন বাংলাদেশের সোনালী আঁশ পাটের তৈরি একটি ডায়েরি গিফট করা হয়। ওই সময় বিদায়ী রাষ্ট্রদূত তাদের সঙ্গে বিভিন্ন আয়োজন নিয়ে স্মৃতিচারণ করেন। সেইসাথে তিনি যেখানেই থাকেন ব্রান্ডিং বাংলাদেশের উদ্যোগকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর আহবায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সদস্য সচিব ও ব্রান্ডিং বাংলাদেশের ফাউন্ডার শামছ শাহিন উপস্থিত ছিলেন।

আসুদ আহম্মেদ ৫ বছর (২০১৫ থেকে ২০২০ এর ২৬ আগস্ট) কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামছ শাহিন আরও জানান, তাঁর সময়ে কাতারে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেমন: রিহ্যাব ফেয়ার, মেইড ইন বাংলাদেশ ফেয়ার, কালাচারাল ফেয়ার ইত্যাদি আয়োজন করা হয়। সেই সাথে ব্রান্ডিং বাংলাদেশ সংগঠন বিদেশি রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশের পাট পন্যের প্রদর্শনীর মাধ্যমে পাট শিল্পকে তুলে ধরতেও সহযোগিতা করেছেন।

আসুদ আহম্মেদ সরকারের ট্যুরিজম ইয়ার কে সফল করার লক্ষ্যে ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইনও পরিচালনা করেন বলে জানানো হয়।

কাতারের বর্তমান রাষ্ট্রদূত আসুদ আহমেদকে গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ ও গ্রিসের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনকে কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

২৬ আগষ্ট বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like