Home খেলার খবর হাফ সেঞ্চুরির পর তামিমের বিদায়

হাফ সেঞ্চুরির পর তামিমের বিদায়

by Shohag Ferdaus
তামিমের

ফিফটি করলেও দলের জয় পর্যন্ত উইকেটে থাকতে পারলেন না তামিম ইকবাল। কাট শটে বাংলাদেশ অধিনায়ক উইকেট দিয়ে এলেন রেমন রিফারকে।

বাঁহাতি পেসার রিফারের বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। তামিম খেলেন কাট শট। একটু ভেতরে ঢুকে ও বাড়তি লাফিয়ে তামিমের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় কিপারের গ্লাভসে।

৭৬ বলে ৫০ রান করে ফিরলেন তামিম। ১৪৯ রানের লক্ষ্যে ছুটে বাংলাদেশ ২৭ ওভারে ৩ উইকেটে ১১৩।

আগের ম্যাচে ৪৪ রানে কাটা পড়লেও এবার ভুল করেননি তামিম ইকবাল। স্পর্শ করেছেন ফিফটি।

৭৫ বলে এসেছে তার পঞ্চাশ। অধিনায়ক হিসেবে ৫ ওয়ানডেতে তার প্রথম ফিফটি এটি।

তামিমের ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি এটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম। ক্যারিবিয়ানদের বিপক্ষে তার সেঞ্চুরিও আছে দুটি।

দ্বিতীয় ওভারে মেয়ার্সকে দর্শনীয় দুটি চার মেরে চোখ জুড়ানো সৌন্দর্যের প্রতিশ্রুতি দিচ্ছিলেন লিটন। কিন্তু আকিল বল হাতে নিতেই উবে যায় সেই সৌন্দর্য্য।

বাঁ হাতি এ স্পিনারের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন লিটন। লিটন দাস ২৪ বলে ২২ রান করে সাজঘরে ফিরেছেন। আর নাজমুল হোসেন শান্ত ২৬ বলে করেছেন ১৭।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে সবকটি ইউকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

ভয়েস টিভি/এসএফ

You may also like