Home চিকিৎসা বিদেশি পাসপোর্টধারীদেরও করোনা সনদ লাগবে

বিদেশি পাসপোর্টধারীদেরও করোনা সনদ লাগবে

by Newsroom

ঢাকা : এখন থেকে বিদেশি পাসপোর্টধারীদেরও করোনা আক্রান্ত না হওয়ার সনদ লাগবে । যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের নিজের দেশ বা অন্যকোনো দেশে যেতে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

২৬ জুলাই রোবার থেকে বাংলাদেশ ত্যাগের সময় আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় তাঁদের এই সনদ প্রদর্শন করতে হবে। ২২ জুলাই বুধবার বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি (সিএএবি) এ বিষয়ে একটি পরিপত্র জারি করে।

এতে বলা হয়েছে, কূটনীতিক, জাতিসংঘের সদস্য সংস্থা বা অঙ্গ সংস্থা সদস্য, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাপ্রধান এবং তাঁদের পরিবারের সদস্যরা এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারী, বিদেশি পাসপোর্টধারী হলেও যারা বাংলাদেশে ১৪ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন না এবং ১০ বছরের নিচে শিশুরা এই বাধ্যবাধকতার বাইরে থাকবে।

এর আগে বাংলাদেশিদের বিদেশ যেতে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে সরকার যা আজ ২৩ জুলাই বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like