Home জাতীয় অস্থায়ী নয় স্থায়ী কর্মকর্তাদের বিদেশ পাঠানোর সুপারিশ

অস্থায়ী নয় স্থায়ী কর্মকর্তাদের বিদেশ পাঠানোর সুপারিশ

by Newsroom
জাতীয় সংসদ

ঢাকা: অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ সফরের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন না বলে সরকারি বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ দিলে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে মন্ত্রণালয় খুব বেশি লাভবান হয় না। সাধারণত প্রশিক্ষণ গ্রহণের কিছুদিন পরই তারা অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যায়। ফলে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ সুফল পেতে মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবর্তে স্থায়ী কর্মকর্তা, কর্মচারীদেরকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানোর সুপারিশ করা হয়।

জানা যায়, বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য বিল- ২০২০’ এবং ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল- ২০২০’ প্রয়োজনীয় যাচাই বাছাই, পরিবর্তন, পরিমার্জন পূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা ও তার পরিবারের শহীদদের এবং করোনায় যারা মারা গেচেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, মো. মাহবুব-উল-আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার, এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভয়েস টিভি/টিআর

You may also like