কুড়িগ্রামে বিদ্যুৎ বিভাগের গাফিলতির ফলে বিদ্যুতস্পৃষ্টে তারে ঝুলে থাকা গুরুতর আহত লাইন ম্যানের সহযোগী আহাদ আলী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা যান।
নিহত আহাদ আলী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকার মৃত মনছের আলীর ছেলে। নিহতরের দুই সন্তান ও স্ত্রী রয়েছে।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ অফিসের আওতায় মেইন লাইনে সংযোগ দিতে গিয়ে অফিসের গাফিলতির কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক হাত এক পা হারিয়ে দীর্ঘ ১ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে বৃহস্পতিবার ২৪ মার্চ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পরিবার ও স্থানীয়দের দাবি বিদ্যুৎ অফিসের অবহেলা ও গাফিলতির কারণে এই মৃত্যু হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার বিদ্যুৎ অফিসের নিতে হবে বলে জানান তারা।
রাজারহাট থানার পুলিশের অফিসার ইনচার্জ মো. রাজু সরকার জানান, স্থানীয় চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। নিহতের পরিবার এ বিষয়ে মামলা করবেন না বলে চেয়ারম্যান আমাকে জানান।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, ‘মৃত আহাদ আলী আমাদের অফিসে দিন মজুর হিসেবে কাজ করতেন। গত ২৬ ফেব্রুয়ারি আমাদের না জানিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন বলে জেনেছি।’
ভয়েসটিভি/এমএম