Home সারাদেশ ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

by Amir Shohel
আনন্দে-বিষাদ

ময়মনসিংহ নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু মিয়া (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরীর কেওয়াটখালীতে বাসার রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, সকালে রান্নাঘরে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে বাচ্চু মিয়া। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে হঠাৎ কিভাবে তিনি রান্নাঘরে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েছেন তা জানার চেষ্টা চলছে। নিহত বাচ্চু মিয়া নগরীর কেওয়াটখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ভয়েসটিভি/এএস

You may also like