Home সারাদেশ চাটখিলে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে কমিটির সদস্যের মৃত্যু

চাটখিলে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে কমিটির সদস্যের মৃত্যু

by Shohag Ferdaus
বিদ্যুৎস্পৃষ্টে

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নের পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে সুভাষ চন্দ্র দে (৬০) নামে পূজা কমিটির এক সদস্য মৃত্যুবরণ করেছেন।

২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোমপাড়া সনাতন হরিসভা পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাষ চন্দ্র দে উপজেলার সাহাপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র দে’র ছেলে।

স্থানীয়রা জানায়, সাহপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের সোমপাড়া বাজারের পাশ্ববর্তী সোমপাড়া সনাতন হরিসভা মণ্ডপে পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে বিদ্যুতের পাশাপাশি মণ্ডপে আলোক সজ্জার জন্য জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় পূজা চলাকালীন সুভায় চন্দ্র দে ডেকোরেটরের বাঁশের সঙ্গে লাগানো জেনারেটর-বিদ্যুতের লাইনের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like