পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ উদ্দিন প্রধান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কায়ছার মোহাম্মদ ৩০ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান নারিকেল গাছ প্রতীকে ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট।
১২২ ভোটে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীর কাছে।
এছাড়াও এ নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট।
ভয়েস টিভি/এসএফ