Home বিনোদন ‘বিদ্রোহী’ সিনেমার ফাস্ট ট্রেলার

‘বিদ্রোহী’ সিনেমার ফাস্ট ট্রেলার

by shahin

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ছবি ‘বিদ্রোহী’র ট্রেলার ফাস্ট প্রকাশ হলো ৭ জন। ইউটিউব ট্রেলার প্রকাশ করা ট্রেলরে ব্যাপ্তিকাল প্রায় তিনমিনিট।

শাপলা মিডিয়ার প্রতিষ্ঠান ভয়েস টেলিভিশনের ইউটিউব চ্যানেল VOICETV 24 BD  এ দেখা যাচ্ছে বিদ্রোহী সিনেমার ট্রেলার। পাওয়া যাচ্ছে Voice Television এর ফেসবুক পেজেও।

ট্রেলরে একেবারে অন্যরূপে দেখা গেছে চিত্র নায়ক সাকিব খানকে ।

এ ছবির পরিচালক শাহীন সুমন ও প্রযোজক সেলিম খান দু’জনেই জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ সিনেমাটি উৎসর্গ করা হয়েছে। ছবিটি গেল ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে এগিয়ে ছিল। মুক্তির মাস দুয়েক আগেই অর্ধশতাধিক সিনেমা হলে বুকিংও হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে মুক্তি থেকে যায়নি।

সেলিম খান বলেন, মুক্তির জন্য বিদ্রোহী পুরোপুরি প্রস্তুত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি দেয়া হবে। আগামী ঈদুল আজহায় যদি সব সিনেমা হল খোলে। তবেই মুক্তি দেয়া হবে বিদ্রোহী।

গেল মার্চেই আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে শাকিব-বুবলীর মুক্তির আগেই আলোচনায় থাকা ‘বিদ্রোহী’। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম ও মৃদুলাসহ আরো অনেকে।

‘বিদ্রোহী’ ছবির গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ, আকাশ সেন, শ্রী প্রিতম।

You may also like