চাঁদপুরের মতলববাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি বিনোদন পার্ক নির্মাণের। মতলববাসীর সেই স্বপ্ন এবার পূূূরণ হতে চলছে। ব্যক্তি উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি বিনোদন পার্ক গড়ে উঠছে সেখানে। মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর মৌজায় ৬০ একর জমির ওপর আন্তর্জাতিক মানের এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে নির্মিত হচ্ছে এ পর্যটন কেন্দ্রটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহনপুর পর্যটন লিমিটেড নামে এই পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রতিদিন কয়েকশ’ শ্রমিক কাজ করছেন সেখানে। এটি মেঘনা নদীর তীর ঘেঁষে নির্মিত হচ্ছে। এ পর্যটন কেন্দ্র নির্মাণের স্বপ্নদ্রষ্টা উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান।
জানা যায়, পর্যটক ও ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করার জন্য পর্যটন কেন্দ্রের মূল ফটকে থাকবে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে ইলিশের বড় প্রতিচ্ছবি। শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য পার্কে থাকবে বিভিন্ন রাইড, থ্রি-স্টার ও ফাইভ স্টার মানের হোটেল, রেস্ট হাউজ, ক্যান্টিন, পিকনিক স্পট, নৌকা ভ্রমণের সুযোগ, মিনি শিশু-পার্ক, রিভার ড্রাইভ, সুইমিংপুলে সাঁতার কাটার সুব্যবস্থা, সুবিশাল খেলার মাঠ, আধুনিক সাউন্ড সিস্টেম, লাইটিং, ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, পার্কিং সুবিধা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জন্মদিনের উৎসব পালনের জন্য ২ সহস্রাধিক আসনের উন্মুক্ত মঞ্চ।
ওয়াটার পার্কে থাকবে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ড্রেসিং রুম, পৃথক লকার এবং ওয়াটার পার্কের বিশেষ নিরাপত্তা পোশাক। পার্কের জলজ রাইডগুলোর মধ্যে থাকবে স্পিড বোট ও সোয়ান বোট। এছাড়া শিশুদের জন্য এখানে থাকবে সুইং চেয়ার ও ট্রেন। পর্যটন কেন্দ্রে মসজিদ, কেনাকাটার সুবিধার্থে অত্যাধুনিক মার্কেট, ওয়াচ টাওয়ার, বিশিষ্ট ব্যক্তিদের ম্যুরাল, দূরপাল্লার লঞ্চের জন্য পন্টুন ব্যবস্থা, নদী পথে ভ্রমণের জন্য স্পিড বোট, প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, ডিনার ক্রোইজ, ঢাকা সদর ঘাট হতে মোহনপুর পর্যটন ও মোহনপুর পর্যটন থেকে চাঁদপুর মোহনা পর্যন্ত ট্যুরের ব্যবস্থা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গড়ে তোলা হবে চৌকষ নিরাপত্তা বলয়। ২৪ ঘন্টার সর্বাক্ষণিক নিরাপত্তায় থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থা।
পর্যটন কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের জন্য দেশী-বিদেশী পর্যাপ্ত গাছ লাগানো হবে। এ পর্যটন কেন্দ্রটিতে এক সঙ্গে লক্ষাধিক দর্শনার্থী এসে আনন্দ উপভোগ করতে পারবে। পিকনিক স্পটগুলোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য, পরিবারের জন্য এবং বিভিন্ন সংগঠনের পর্যটকদের জন্যে পিকনিক আয়োজনের ব্যবস্থা থাকবে। এক কথায় মোহনপুর পর্যটন লিমিটেডকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
পর্যটন কেন্দ্রটি নির্মাণের স্বপ্নদ্রষ্টা কাজী মিজানুর রহমান বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিলো বৃহত্তর মতলবে একটি আধুনিক মানের বিনোদন পার্ক গড়ে তুলব। যেখানে ঘুরতে এসে মানুষ একটু বিনোদন পাবে, পরিবার পরিজন নিয়ে শিশুরা আনন্দে মেতে উঠবে। শহরের ব্যস্ততা ভুলে এখানে এসে মানুষ পাবে ছায়াসুুনিবিড় পরিবেশ ও নির্মল বাতাস। এখানে থাকবে আধুনিক উন্নতমানের রাইড। পর্যটন কেন্দ্রটি হবে দেশের বৃহৎ ও অত্যাধুনিক একটি বিনোদন পার্ক ও পিকনিক স্পট। যেখানে দূর-দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসবে। এখানে মানুষ এসে পরিপূর্ণ বিনোদন পাবে বলে আমার আশা। অতি দ্রুত পার্কটির নির্মাণ কাজ শেষ হবে।
তিনি আরও বলেন, মতলব উত্তরকে সমগ্র দেশব্যাপী পরিচিত করা ও এলাকার যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্যেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। ইতিমধ্যে দুই শতাধিক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে।
ভয়েস টিভি/এসএফ