Home ধর্ম বিপদগ্রস্তকে দেখলে যে দোয়া পড়তে হয়

বিপদগ্রস্তকে দেখলে যে দোয়া পড়তে হয়

by Amir Shohel

উচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাজি আ’ফানি মিম্মাবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খলাকা তাফদ্বিলা।

অর্থ : সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তাঁর অসংখ্য সৃষ্টির ওপর আমাকে সম্মান দান করেছেন।

উপকার : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে এই দোয়া পড়বে সে উক্ত ব্যাধিতে/বিপদে কখনো আক্রান্ত হবে না। (তিরমিজি, হাদিস : ৩৪৩২)

You may also like