Home ধর্ম বিপদের সম্মুখীন হলে দোয়া

বিপদের সম্মুখীন হলে দোয়া

by Amir Shohel

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন।’

অর্থ : ‘তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি অতি পবিত্র। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত।’

উপকার : সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তাআলার নবী জুন-নুন [ইউনুস (আ.)] মাছের পেটে থাকাকালে এই দোয়া করেছিল। কোনো মুসলিম কোনো বিষয়ে এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন।’ (তিরমিজি, হাদিস : ৩৫০৫)

You may also like