ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবের ভৈরবপুর দক্ষিণ পাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৪০) ও আব্দুল করিম মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেন (২৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ-১১-৮১০৮) করে মাদকদ্রব্যের একটি বড় চালান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উদ্দেশে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের ওপর তাৎক্ষণিক তল্লাশি চৌকি স্থাপন করে র্যাব। এতে নেতৃত্ব দেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন।
পরে ওই প্রাইভেটকারে তল্লশি চালিয়ে ৯৪ ক্যান বিয়ার ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র্যাব।
ভয়েস টিভি/এসএফ