Home সারাদেশ বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে তিস্তা, পানিবন্দি ৪ হাজার মানুষ

বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে তিস্তা, পানিবন্দি ৪ হাজার মানুষ

by Shohag Ferdaus
পানিবন্দি

বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টা ও ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল সাড়ে ১১টার দিকে একটু কমে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পেড়েছে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় চার হাজার মানুষ।

জানা যায়, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পানি বাড়তে থাকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে। যা রাতে একই অবস্থায় ছিলো। পানি বাড়ার ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে। এতে প্রায় চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আতাউর রহমান জানান, পানি বাড়ায় এলাকার প্রায় সাতশ’ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তবে পানি বের হতে শুরু করেছে। নদীতে পানি কমে গেলে দুর্ভোগ কমে আসবে তাদের।

একই অবস্থা পুর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, ঝুনাগাছ চাপানী ইউনিয়নেরও।

পাউবো নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভারতে পানি কমতে শুরু করেছে সে হিসেবেও আমাদের এখানে পানি বাড়ার সম্ভাবনা নেই। তারপরও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি বাঁধগুলোতে নজর রাখছি। ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like