উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে পানি বেড়েছে তিস্তা নদীতে। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল থেকে নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। বিপদ এড়াতে ব্যারেজের সব গেট খুলে দেয়া হয়েছে।
এর আগে বেলা ১২টা ও বেলা ৩টায় দেশের বৃহৎ এই সেচ প্রকল্পের ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমা (৫২.৬০) বরাবর অবস্থান করছিলো।
সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।
পানি বৃদ্ধির ফলে পূর্ব ছাতনাই, ঝুনাগাছ চাপানী, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, খগাখড়িবাড়ি ও নাউতারা ইউনিয়নের নদী বেষ্টিত নিম্নাঞ্চল এলাকায় পানি প্রবেশ করেছে।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক জানান, দু’দিনের ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলের কারণে তিস্তায় পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চলের মানুষেরা বিপাকে পড়েছেন। এসব এলাকার খোঁজখবর রাখা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
ভয়েস টিভি/এসএফ