Home সারাদেশ বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরো দুইজন গ্রেফতার

বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরো দুইজন গ্রেফতার

by Newsroom
পরিমাণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউনিয়ণ পরিষদ সদস্যসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ অক্টোবর সোমবার রাতে তাকে বেগমগঞ্জ থানায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুইজন হলেন, একলাশপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ ও পূর্ব একলাশপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে সাজু। এ ঘটনার মূলহোতা দেলোয়ার, বাদলসহ এপর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

৪ অক্টোবর দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like