Home ভিডিও সংবাদ বাংলার গামছাকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বিবি রাসেল (ভিডিও)

বাংলার গামছাকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বিবি রাসেল (ভিডিও)

by Imtiaz Ahmed

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী মডেল এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। তিনি আধুনিক নারী মডেলদের অনুকরণীয় আদর্শ। বাংলাদেশের মডেল আইকন তিনি। দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরেছেন। একই সঙ্গে দেশের গামছাকে নিয়ে গেছেন বিশ্ববাজারে।

তাঁর ফ্যাশনের সঙ্গে গামছার কাজ বিদেশে এত সমাদৃত হয়েছে যে তাকে বলা হয় ‘গামছার ফ্যাশন কুইন’। ফ্যাশন জগতের আইকন বিবি রাসেলের শিল্পভাবনা ও জীবনবোধ নিয়ে আজকের এ আয়োজন।

বিবি রাসেল। তিনি একাধারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি মডেল, ফটোগ্রাফার এবং ডিজাইনার। তিনি দেশে-বিদেশের বিভিন্ন শীর্ষ ম্যাগাজিন এবং ব্র্যান্ডের সাথে কাজ করেছেন।

ছোটবেলার স্বপ্ন থেকেই তিনি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশুনা করতে যান লন্ডন কলেজ অব ফ্যাশনে। সেখান থেকে গ্রাজুয়েট হয়ে তিনি প্রথমে ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ শুরু করেন।

বিবি রাসেল শুধু ডিজাইনিংয়েই নন, মডেল হিসেবেও খ্যাতি অর্জন করেন। শ্যামবর্ণের শীর্ণদেহী তরুণী বিবি ভোগ সাময়িকীসহ আন্তর্জাতিক বিভিন্ন ম্যগাজিনের মডেল হিসেবে খ্যাতির চূড়ায় উঠেন।

কোডাক, কোকো শ্যানেল, বিএমডব্লিউ, ইভস সেন্ট লরেন্ট, টয়োটাসহ বিশ্বের অভিজাত প্রায় সব ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। নাওমি ক্যাম্পবেল, ক্লদিয়া শিফারের মতো বিশ্বখ্যাত সুপার মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করেছেন।

বিশ্বদরবারে খ্যাতিমান হয়েও দেশের টানে ফিরে আসেন বিবি রাসেল। দেশের স্থানীয় কারিগর ও তাঁতিদের জন্য কিছু করার তাগিদ থেকে দেশীয় হস্তশিল্পের উন্নয়নে কাজ শুরু করেন। তাঁতীতের বোনা গামছাকে বিবি রাসেল নিয়ে যান বিশ্বদরবারে।

তার অবদানে হাতে বোনা গামছা স্থান করে নিয়েছে ফ্যাশন জগতে। হলিউড অভিনেতা অ্যান্টোনিও বান্ডেরাসকে তার জন্মদিনে গামছা উপহার দেন এবং গামছা ফ্যাশন সম্পর্কে অবহিত করেন বিবি।

লন্ডনের একটি ফ্যাশন শো তে বিবি রাসেল গামছার তৈরি নানা পোষাক নিয়ে হাজির হন। ফ্যাশনিস্টদের নজর কাড়ার পাশাপাশি ফ্যাশন দুনিয়ায় প্রশংসনীয় হন তিনি।

তাঁর কল্যানে প্যারিসেও সমাদৃত হয় গামছা ফ্যাশন। শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা, শর্ট কুর্তি, লং কুর্তি, ধুতি প্যান্ট, ব্লাউজ, ওড়না সবকিছুতে গামছা ফ্যাশন সমাদৃত হয়। দেশে-বিদেশের ফ্যাশনে স্থান করে নেয় গ্রাম-বাংলার গামছা।

গামছার পরেই বিবি রাসেল কাজ শুরু করেন রিক্সা আর্ট নিয়ে। রিক্সার আর্টের উপর ভিত্তি করে ডিজাইন করেন চশমার ফ্রেম, যা অনেক খ্যাতি লাভ করে। এটি তার অন্যতম সৃষ্টির মধ্যে অন্যতম।

বিবি রাসেল চলচ্চিত্রের পোশাক পরিকল্পনা করেছেন। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ চলচ্চিত্রের পোশাক পরিকল্পনার পাশাপাশি ছবিটিতে তিনি অভিনয়ও করেছেন।

তানভীর মোকাম্মেলের ‘লালন’ সিনেমার পোশাক পরিকল্পনাও করেছিলেন তিনি। এছাড়া আরণ্যক নাট্যদলের ‘এবং বিদ্যাসাগর’ মঞ্চ নাটকের পোশাক পরিকল্পকও তিনি।

বিবি রাসেল দেশে-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলা একাডেমির ‘সম্মানিত ফেলো’হয়েছেন। এল ম্যাগাজিনের ‘বর্ষসেরা নারী’হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

২০১০ সালের সেরা চলচ্চিত্র ‘মনের মানুষ’-এর পোশাক পরিকল্পনাকারী হিসেবে জাতীয় পুরস্কারও অর্জন করেছেন তিনি।

২০১৫ সালে নারী জাগরণ ও তাদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছেন।

You may also like