Home জাতীয় বিমানবন্দরে ইয়াবাসহ আটক ২

বিমানবন্দরে ইয়াবাসহ আটক ২

by Newsroom

ইয়াবাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ থেকে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার রাতে সোয়েটারের তিনটি কার্টন থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক দুজন হলেন, মো. ফিরোজ (২৮) ও আবু শামিম (৩০)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপঅঞ্চলের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ইয়াবা ট্যাবলেটের এ চালানটি সৌদি আরবের জেদ্দায় পাঠানোর চেষ্টা চলছিল। চক্রটি পোশাক রফতানির আড়ালে সৌদি আরবে ইয়াবা পাচারের অপচেষ্টা চালায়।

এসব ইয়াবা বিশেষ কায়দায় তৈরি পোশাকের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল, যা বিমানবন্দরের স্ক্যানিং মেশিনের মাধ্যমে ধরা পরে। এরপর সিভিল এভিয়েশন, কাস্টমস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ তল্লাশিতে ইয়াবার চালানটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী রাসায়নিক পরীক্ষক স্পট টেস্টিংয়ে মাধ্যমে নিশ্চিত করেন যে উদ্ধার করা ট্যাবলেটগুলো অ্যামফিটামিন যুক্ত ইয়াবা।

আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ এ চক্রের মূল হোতাসহ বাকি সদস্যদের গ্রেফতারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চেষ্টা চলছে। আটক দু’জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: গার্মেন্টস পণ্যের সঙ্গে বিমানে ইয়াবা পাচার!

ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবীর বলেন, ‘বাংলাদেশ থেকে সৌদি আরবে আপারিজ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে পোশাক রপ্তানি করা হচ্ছিল। এসএস সিয়াম অ্যান্ড সমি এটারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ৪৩৯টি কার্টনে এসব পোশাক পাঠাচ্ছিল। ৪৩৯টি কার্টনের তিনটিতে সোয়েটারের পকেটে ইয়াবার প্যাকেটগুলো পাওয়া যায়।’

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ৯টার পর এগুলো বিমানবন্দরের গুদামে আসে। পরে এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষের সন্দেহ হলে কাস্টমসের সহায়তায় কার্টনগুলোতে তল্লাশি চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ (ডিএনসি) বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টন থেকে ইয়াবাগুলো বের করা হয়।

তিনি আরো বলেন, এসএস সিয়াম অ্যান্ড সমি এটারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয়েছে খিলগাঁওয়ে। সে ঠিকানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট, ঠিকানা দেওয়া হয়েছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টার।

ভয়েস টিভি/এমএইচ

You may also like