Home ভ্রমণ নতুন ফি যুক্ত হয়ে বাড়লো বিমান ভাড়া

নতুন ফি যুক্ত হয়ে বাড়লো বিমান ভাড়া

by Newsroom
বিমান

ঢাকা: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে প্যাসেঞ্জার সিকিউরিটি ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি যুক্ত হওয়ায় সব রুটে বাড়লো প্লেনের টিকিট খরচ।

এ বছেরের ২২ জুলাই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এই দুই ধরনের ফি আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করে।

জারি করা প্রজ্ঞাপনটি আজ ১৬ আগস্ট রোববার থেকে কার্যকর করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সকাল থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন ও নভোএয়ারের টিকিটের দামের সঙ্গে অতিরিক্ত ফি আরোপ করতে দেখা গেছে। এছাড়াও এই দুই ফি আরোপের কারণে বেড়েছে ভ্যাটের অংকের পরিমাণও।

প্যাসেঞ্জার সিকিউরিটি ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি’র মধ্যে- দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি (এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি) দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি (প্যাসেঞ্জার সিকিউরিটি ফি) দিতে হবে ৭০ টাকা।

“সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি (এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি) দিতে হবে ৫ মার্কিন ডলার। আর যাত্রী নিরাপত্তা ফি (প্যাসেঞ্জার সিকিউরিটি ফি) ৬ মার্কিন ডলার। আর সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার। অন্যদিকে যাত্রী নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে ১০ ডলার।”

ভয়েস টিভি/ নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like