Home খেলার খবর বিরাট কোহলির পিছু ছাড়ছে না ‘ডাক’

বিরাট কোহলির পিছু ছাড়ছে না ‘ডাক’

by Imtiaz Ahmed

বাজে সময় পিছু ছাড়ছে না বিরাট কোহলির। কিছুদিন আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়া এই ব্যাটার এবার ব্যর্থ হলেন টেস্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বিপর্যয়ে ফিরলেন শূন্য রানে।

এই নিয়ে শেষ ১২ টেস্টে চতুর্থবারের মতো ডাক মারলেন ভারত অধিনায়ক।

বিশ্বকাপে ব্যর্থতার পর কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন কোহলি। এরপর ছিলেন না কানপুর টেস্টেও। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন অজিঙ্কা রাহানে।

ফিরলেন মুম্বাই টেস্টে। তবে প্রত্যাবর্তনকে রাঙাতে পারলেন না। ফিরলেন শূন্য রানে।

আউট হওয়ার ধরনে মোটেও সন্তুষ্ট ছিলেন না ভারত অধিনায়ক। ফ্রন্টফুটে তিনি খেলতে গিয়েছিলেন এজাজ প্যাটেলের উইকেটে পিচ করা বলটি, আর তা কোহলির প্যাড স্পর্শ করলে কিউইদের সমস্বরে আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নেন কোহলি।

তবে আলট্রা এজ দেখেও থার্ড আম্পায়ার পরিষ্কারভাবে সিদ্ধান্ত জানাতে পারেননি যে, বলটি প্যাডের আগে ব্যাট স্পর্শ করেছিল কি না।

বেনিফিট অব ডাউট ব্যাটারের পক্ষে যাওয়ার রীতি থাকলেও এখন অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখা হয় এসব ক্ষেত্রে। তাই শূন্য রানেই সাজঘরে ফেরত যেতে হয় ভারতীয় অধিনায়ককে।

You may also like