Home পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে অসুস্থ স্বাস্থ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে অসুস্থ স্বাস্থ্যমন্ত্রী

by Shohag Ferdaus
বিরিয়ানি

আসামের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে স্বাস্থ্যমন্ত্রীসহ ১৪৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ওই রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুও হয়েছে একজনের।

২ ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার আসামের কারবি আংলং জেলার দীপু মেডিকেল কলেজে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। কলেজের এমবিবিএস কোর্সের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা।

কিন্তু অনুষ্ঠানের পর বিরিয়ানি খেয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ১৪৫ জন অতিথি। অসুস্থদের মধ্যে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও।

এরপরই তড়িঘড়ি প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে এখনও পর্যন্ত ২৮ জনকে ছেড়েও দেয়া হয়েছে। তবে এখনও ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানান, কোনোভাবে খাদ্যে বিষক্রিয়া হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। কারবি আংলংয়ের ডেপুটি কমিশনার এনজি চন্দ্র ধ্বজা সিংহ জানান, জেলাশাসককে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া যে খাবার খেয়ে এতজন অসুস্থ হয়ে পড়েছেন, তা পরীক্ষার জন্য ল্যাবেও পাঠানো হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like