Home খেলার খবর নিষেধাজ্ঞা থেকে ফিরেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

নিষেধাজ্ঞা থেকে ফিরেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

by Shohag Ferdaus
নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা শেষে ফিরেই সাকিবের বাজিমাত। আবারো দখলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য। ৪ অক্টোবর বুধবার দুপুরে সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এতে দেখা গেছে সাকিব এখনো রয়েছে সবার শীর্ষে।

আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পাক্কা এক বছর। তবে ব্যক্তিগতভাবে তার জন্য শাপেবর হয়ে এসেছিল করোনাভাইরাসের লকডাউন। যে কারণে এক বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। তাই র‍্যাংকিংয়েও খুব একটা ক্ষতি হয়নি সাকিব আল হাসানের।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথম র‍্যাংকিং আপডেটেই নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ তিন স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, এখনও তাই আছেন। তবে রেটিং খানিক কমে হয়েছে ৩৭৩। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০১। আর ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস।

২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বেন স্টোকস (ইংল্যান্ড), ২৭১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ইমাদ ওয়াসিম (পাকিস্তান), ২৬৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড), ২৫৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছেন রশিদ খান (আফগানিস্তান), ২৫১ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছেন মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), ২৪৬ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা (ভারত), ২৩৮ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছেন শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)।

আরও পড়ুন: ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু ঘিরে রহস্য

ভয়েস টিভি/এসএফ

You may also like