Home বিশ্ব বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ২৮ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ২৮ হাজারের বেশি

by Newsroom
করোনায় মৃত্যু

বেড়েই চলছে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব। সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না। তাও আতঙ্ক ছাড়ছে না জনমনে। সারা বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯ লাখ ২৮ হাজারের বেশি মানুষের। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ১০ লাখের উপরে করোনা রোগী।

১৪ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আরও ২ লাখ ৫০ হাজার ৫০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টার মারা গেছেন ৩ হাজার ৭০৯ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার ২৬৭ জনের।

গত এক দিনে মোট সুস্থতা লাভ করেছেন প্রায় আড়াই লাখের মতো করোনা রোগী। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ১০ লাখ ২৬ হাজার ৮০২ জন।

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল রোববার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৭৩৩ জনের।

ভয়েস টিভি/টিআর

You may also like