Home বিশ্ব বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ৯০ হাজার ছাড়াল

বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ৯০ হাজার ছাড়াল

by Newsroom
ভারতে করোনা

বিশ্বব্যাপী করোনার থাবায় গত ২৪ ঘন্টায় আরও সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, আক্রান্ত হয়েছেন আরও আড়াই লাখের বেশি মানুষ।

২০ আগস্ট বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারে দেয়া পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ১৯৫ জনে। অপরদিকে আরও ২ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।

আক্রান্ত ও মৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৫৭ লাখের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৩৪ লাখ ৬০ হাজারেরও বেশি। মৃত্যু সংখ্যা ঠেকেছে ১ লাখ ১১ হাজার ১৮৯ জনে।

সংক্রমণে তিনে থাকা ভারতে গত এক দিনেই ৬৯ হাজার মানুষ করোনা শনাক্ত হয়েছে। এতে করে দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ২৮ লাখ ৩৫ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৯৪ জনে।

করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে যাওয়া রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৭ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯৮৯জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ২১ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৩৯৭ জন মানুষের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার হয়েছে ২ লাখ ৯০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৬ হাজার ২০১ জনের।

আর বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮১ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/টিআর

You may also like