Home বিশ্ব বিশ্বে সাড়ে ৬ কোটিরও বেশি মানুষের করোনা শনাক্ত

বিশ্বে সাড়ে ৬ কোটিরও বেশি মানুষের করোনা শনাক্ত

by Newsroom
করোনায় মৃত্যুতে

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন সাড়ে ৬ কোটির বেশি মানুষ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুসারে, শুক্রবার বাংলাদেশ সময় সকাল সোয়া দশটা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৪৯৮। একই সময়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ লাখ ১১ হাজার ৭১৯ জন।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৬। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন।

আরও পড়ুন- স্বাস্থ্যের ১০ কর্মচারী কোটিপতি 

তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৪ লাখ ৮৭ হাজার ৫১৬। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৩০৭ জন। বাংলাদেশের অবস্থান ২৬তম।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫৬৭। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

ভয়েস টিভি/ডিএইচ

You may also like