Home বিশ্ব বিশ্বে ২৩৪ জনে একজন করোনায় আক্রান্ত

বিশ্বে ২৩৪ জনে একজন করোনায় আক্রান্ত

by Amir Shohel
করোনায় মৃত্যু

গোটা বিশ্বে এ পর্যন্ত তিন কোটি ৩৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯-এর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের হিসাবের আক্রান্তের এ সংখ্যা পাওয়া যায়। এ হিসাবে দেখা যায়, পৃথিবীর মোট জনসংখ্যার প্রতি ২৩৪ জনের একজন করোনা আক্রান্ত।

সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যা ৭৮২ কোটি। ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে মারা গেছেন ১০ লাখ ২ হাজার ৪০২ জন। সুস্থ ২ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ৪৮২ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭৩ লাখ ২১ হাজার ৩৪৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৪৫৩ জন। সুস্থ ৪৫ লাখ ৬০ হাজার ৪৫৬ জন।

ভারতে ৯৫ হাজার ৫৭৪ জনের প্রাণ গেছে নতুন এ রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এ দেশে ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫০ লাখ ১৬ হাজার ৫২০ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে ৪৭ লাখ ৩২ হাজার ৩০৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৬০ হাজার ৮৮ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৫১ হাজার ৪৩৮ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ৩২৪ জন।

ভয়েসটিভি/এএস

You may also like