Home বিশ্ব বিশ্বে মৃত্যুর সংখ্যা সাড়ে আট লাখ ছাড়িয়ে

বিশ্বে মৃত্যুর সংখ্যা সাড়ে আট লাখ ছাড়িয়ে

by Newsroom
করোনা

গত ৮ মাস ধরে বিশ্বে তান্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মধ্যে যার ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন বিশ্বের আড়াই কোটির বেশি মানুষ। একই সঙ্গে অব্যাহত দীর্ঘ হয়েই চলছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় আরও সাড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।

৩১ আগস্ট সোমবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৭ হাজার। এতে করে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ৮৫০ জনে। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৫৮৮ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫০ হাজার ৫৪৪ জনে। আর সুস্থতা লাভ করেছেন পৌনে ২ কোটি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী।

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৮ লাখ ৬২ হাজারের কাছাকাছি। মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জনে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৩৬ লাখ ১৯ হাজার ১৬৯ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু মংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৬৪ হাজার ৬১৭ জনে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৯০ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৯৩ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় শনাক্তের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৮৪১ জন। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৬৪ হাজার ১৫৮ জন মানুষের।

করোনা নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৪ লাখ ৫৫ হাজার ৬২১ জনে দাঁড়িয়েছে। মারা গেছে ২৯ হাজার ১১ জন।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৪৮ জনের।

ভয়েস টিভি/টিআর

You may also like