Home সারাদেশ বিশ্ব নদী দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা

বিশ্ব নদী দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা

by Newsroom
বিশ্ব নদী দিবস

“নদী একটি জীবন্তসত্তা, নদী বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে দেশ” এই শ্লোগান নিয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে পাবনায় র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও এসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) সহযোগীতায় এর আয়োজন করা হয়।

প্রবীণ সাংবাদিক দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খানের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোকলেসুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোঃ মোশারোফ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ শাহীন রেজা।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কামাল সিদ্দিকী।

নদ-নদী উদ্ধার সম্বলিত কবিতা আবৃতি করেন কবি মমতাজ কলি। এছাড়া মুক্ত আলোচনাপর্বে অংশ নেন আরও অনেকে।

এসময় বক্তারা পাবনার ইছামতি, বড়াল, গুমানী, চিকনাই, রত্নাইসহ সকল নদ-নদী অবৈধ দখলদার মুক্ত, পরিবেশ দূষণ রোধ ও সংস্কার করে নাব্যতা ফিরিয়ে এনে নদী মাতৃক বাংলাদেশের ঐতিহ্য ফিরিয়ে আনার জোড় দাবী জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোকলেসুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

ভয়েস টিভি/টিআর

You may also like