Home সারাদেশ জয়পুরহাটে বিষ্ণু মূর্তি উদ্ধার

জয়পুরহাটে বিষ্ণু মূর্তি উদ্ধার

by Newsroom

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া এলাকা থেকে থেকে ৩৮০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

৮ নভেম্বর রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে প্রত্নতাত্ত্বিক অধিদফতরের সহযোগিতায় জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা এটি উদ্ধার করে।

র‌্যাব জানায়, উদ্ধার করা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাল বংশীয় রাজা প্রথম মহীপাল (৯৯৫-১০৪৩ খ্রীঃ) আমলের। বিষ্ণু মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম হতে ধারণা করা হচ্ছে- এটি কুষান সম্রাজ্যের প্রাচীন মূর্তি শিল্পের আদলে তৈরি। মূর্তিটি রাষ্টীয় সম্পদ হওয়ায় তা পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানায় র‌্যাব।

ভয়েস টিভি/এমএইচ

You may also like