Home সারাদেশ ময়মনসিংহে বিষ দিয়ে ছয় লক্ষাধিক টাকার মাছ নিধন

ময়মনসিংহে বিষ দিয়ে ছয় লক্ষাধিক টাকার মাছ নিধন

by Newsroom

ময়মনসিংহের তারাকান্দায় বিষ দিয়ে মাইজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ছয় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুবৃত্তরা। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিসকা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাইজুল ওই গ্রামের আকবর আলীর ছেলে। সে গত ২০ বছরের বেশি সময় ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত।

মাইজুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে আমি পুকুর পাড় থেকে উঠে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ভোরে পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখে আমার ৫৫ শতক জমির পুকুরের সব মাছ পানির উপরে ভেসে মারা যাচ্ছে।

তিনি বলেন, এ পুকুর ছাড়া আরও দুটি পুকুরে কয়েক বছর ধরে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। এই পুকুরে প্রায় ৩৫ মণ পাবদা মাছ দেয়া ছিল। রুই, কাতলা, মৃগেল, বিভিন্ন ধরণের কার্প জাতিয়সহ বড় বড় দেশিয় মাছ ছিল প্রায় ২০ মণ। সব মিলিয়ে পুকুরে বিষ দিয়ে ছয় লক্ষাধিক টাকার মাছ মেরে আমাকে নিঃস্ব করে দিয়েছে।

আরও পড়ুন ; জলাবদ্ধতা থেকে মুক্তি চায় লক্ষাধিক মানুষ

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের কোন অভিযোগ এখনো কেউ করেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like