Home খেলার খবর বিসিবিতে করোনার হানা, অনুশীলন বন্ধ

বিসিবিতে করোনার হানা, অনুশীলন বন্ধ

by Newsroom
বিসিবিতে

ঢাকা: বিসিবিতে হানা দিয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। করোনার ভয়াল থাবা থেকে রেহাই পেল না মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের করোনার লক্ষণ দেখা দিয়েছে। এর মধ্যে এক ট্রেনার করোনায় শনাক্ত হয়েছেন।

এ কারণে বাড়তি সতর্কতা হিসেবে ক্রিকেটারদের অনুশীলন তিনদিনের জন্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

জানা গেছে, ২১শে সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। এক ট্রেনারের করোনা ধরা পড়ার বিষয়টি জাতীয় দলের অনুশীলনে প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিসিবি সিইও।

ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করছেন ঈদের আগে থেকেই। একমাস একক অনুশীলনের পর গত সপ্তাহ থেকে জুটি বেঁধে অনুশীলন শুরু করেছেন মুশফিক-তামিমরা।

এর মধ্যেই বিসিবিতে হনা দিয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস।

ভয়েস টিভি/টিআর

You may also like