Home বিশ্ব বিস্ফোরণের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন বিজয়ের ক্যাপ্টেন

বিস্ফোরণের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন বিজয়ের ক্যাপ্টেন

by Amir Shohel

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়। জাতিসংঘ মিশনে অংশ নেয়া জাহাজটি বৈরুত বন্দরে অবস্থান করছিলো। এ ঘটনায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হন।

গত মঙ্গলবার ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা বর্ণনা দিয়েছেন জাহাজটির ক্যাপ্টেন মোহাম্মদ জয়নাল আবেদিন ।

ক্যাপ্টেন বলেন, প্রতিদিনের মতোই আমরা আমাদের কাজ করছিলাম। হঠাৎ সামান্য ধোঁয়া দেখা যায়। কিন্তু বুঝতেই পারিনি দুই মিনিটের মধ্যে এটা এতো ভয়াবহ রূপ নেবে। হিরোসিমায় কেমন বিস্ফোরণ হয়েছিলো জানি না কিন্তু এর বিভীষিকা অনেকটা ঐ রকমই। আমাদের সবাই এখন ভালো আছে।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ছাড়াও এ বিস্ফোরণে জাতিসংঘ মিশনের শতাধিক সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকও হতাহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

বিস্ফোরণে লণ্ডভণ্ড হওয়া শহরটিতে এখনো নিখোঁজ রয়েছে শত শত মানুষ। ধ্বংসস্তুপে এখনো চলছে তৎপরতা। আহতদের আর্তনাদে ভারি হয়ে উঠছে দেশেটির হাসপাতালগুলো।

রির্পোটটি লিখা পর্যন্ত লেবাননের বিস্ফোরণের ঘটনায়  ১৩৭ জন নিহতের পাশাপাশি পাঁচ হাজারের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিক রয়েছে।

এদিকে, বিস্ফোরণে গুরুতর আহত এক নৌ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। হাসপাতাল ছেড়ে গেছেন আরো ১১ জন।

এ বিস্ফোরণ ঘটনায় কর্তৃপক্ষের দুর্নীতি ও অবহেলাকে দায়ী করেছে স্থানীয়রা।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like